প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এক দিনের এক সংক্ষিপ্ত সফরে মেহেরপুর পৌঁছেছেন। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে তাঁকে গার্ড অব অনার প্রদান করা হয়।
মেহেরপুর পুলিশের একটি চৌকস দল প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীকে গার্ড অব অনার প্রদান করে। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী সালাম গ্রহণ করেন। এদিকে এর আগে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী মেহেরপুর সার্কিট হাউসে এসে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানানো হয়।
জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, বিচার বিভাগের পক্ষে জেলা ও দায়রা জজ মোঃ শহীদুল্লাহ, পুলিশের পক্ষে পুলিশ সুপার মোঃ রাফিউল আলম ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় অন্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্ট,আপিল বিভাগের রেজিস্টার মোহাম্মদ সাইফুর রহমান,বাংলাদেশ সুপ্রিম কোর্ট,আপিল বিভাগের রেজিস্টার (বিচার) এস কে এম তোফায়েল হাসান, জেলা ও দারয়া জাজ মোঃ শহিদুল্লাহ, জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম, পুলিশ সুপার মোঃ রবিউল আলম, জেলা ও দায়রা জজ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মোঃ তহিদুল ইসলাম,চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক, অতিরিক্ত জেলা ও দায়রা জজ রিপতি কুমার বিশ্বাস, অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম,যুগ্ম জেলা ও দায়রা জজ এইচএম কবির হোসেন, সিনিয়র সরকারি জজ বেল্লাল হোসেন, জেলা লিগ্যাল এইড অফিসার সেলিম রেজা,জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলাম, বর্ণালী রানী, পিপি পল্লব ভট্টাচার্য প্রমুখ উপস্থিত ছিলেন।