গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র নির্দেশনা মোতাবেক প্রতি ইঞ্চি জমিতে শাক-সবজি ও ফলের আবাদ করতে হবে বলে জানিয়েছেন মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম।
শনিবার (৯ এপ্রিল), বিকেলের দিকে মেহেরপুর সদর উপজেলার শ্যামপুর ইউনিয়নের মদনাডাঙ্গা আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন কালীন সময়ে মেহেরপুর জেলা প্রশাসক মোহাম্মদ আজিজুল ইসলাম এ কথা বলেন। এসময় তিনি অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে “শেখ হাসিনা মডেল” হিসেবে আশ্রয়ণ প্রকল্পকে তুলে ধরেন এবং সুবিধাভোগীদের সাথে কিছু সময় কাটান। একই সময়ে আশ্রয়ন প্রকল্পে বসবাসরত ২০ টি পরিবারের সদস্যদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় অতিরিক্ত জেলা প্রশাসক লিংকন বিশ্বাস, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল বাকী, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রণী খাতুন, গোলাম রব্বানী ও শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতিনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।