পিরোজপুরের মহিলা সংস্থার সদস্য ঈরানী শেখের ছেলে মোঃ তামিম ইসলামকে কুপিয়ে যখম করেছে দুর্বৃত্তরা। আহত তামিমকে প্রাথমিক চিকিৎসার পর বাসায় নেওয়া হয়।
গত বুধবার(১০ জানুয়ারি) বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।
জানা যায়, ঐদিন বিকেলে পিরোজপুর সরকারি বালক উচ্চ বিদ্যালয় মাঠে ‘তামিম ইসলাম’ বন্ধুদের নিয়ে ক্রিকেট খেলছিলো। এ সময় অস্রধারী ‘তানভীর আহমেদ হৃদয়’ নামে এক ব্যাক্তির নেতৃত্বে জিসান, ইয়াসিন, শাহরিয়ার ইসলাম পিয়াস, তাহসিন আহম্মেদ ও আপন আহমেদসহ ১০/১২ জনের একটি সন্ত্রাসী দল চাইনিজ কুড়াল, লোহার রড ও চাপাতি নিয়ে অতর্কিত হামলা চালায়। এসময় তামিমের মাথা ও হাতসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এতে তার শরীরের বিভিন্নস্থানে ক্ষতের সৃষ্টি হয়। এসময় তামিমের বন্ধুরা তাকে বাঁচাতে এলে তাদেরকেও মারপিট করে দুর্বৃত্তরা। তামিমের সাথে থাকা ১৫শ টাকা ও মানিব্যাগে থাকা জরুরি কাগজপত্র ছিনিয়ে নেয় ও মৃত্যুর হুমকি দিয়ে যায়।
এ ব্যাপারে তামিমের মা ঈরানী শেখ বলেন, পিরোজপুর সদর থানায় মামলা দায়েরের জন্য গেলে থানায় মামলা গ্রহণ করেনি।
এ বিষয়ে সদর থানার ওসি মোহাম্মদ আসিকুজ্জামান বলেন, মামলা নেয়া হবে, আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।