আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মেহেরপুর-১ আসনের বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সমর্থনে পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকালে মেহেরপুর সদর উপজেলার বাড়াদি ইউনিয়ন যুব মহিলা লীগের উদ্যোগে সদর উপজেলার বাড়াদি ইউনিয়নের পাটকেল পোতা গ্রামে এ পথসভা অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন যুব মহিলা লীগের সভানেত্রী রেবেকা ফেরদৌসের সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সৈয়দা মোনালিসা ইসলাম। অন্যদের মাঝে বক্তব্য রাখেন মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বাড়াদি ইউনিয়নের চেয়ারম্যান মোমিনুল ইসলাম, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লতিফন নেছা লতা প্রমুখ।