বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে নতুন কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ। আগামীকাল রবিবার (৩০ জুলাই) দেশব্যাপী প্রতিবাদ সমাবেশের ঘোষণা দিয়েছে দলটি। শনিবার (২৯ জুলাই) বিকালে আওয়ামী লীগের বঙ্গবন্ধু এভিনিউয়ের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কর্মসূচি ঘোষণা দেন।ওবায়দুল কাদের বলেন, বিএনপি আবারও অগ্নিসন্ত্রাস শুরু করেছে। ১৩/১৪ সালের মতো ঘটনার আবার পুনরাবৃত্তি শুরু করেছে। শেখ হাসিনার নেতাকর্মী, মুক্তিযুদ্ধের চেতনার অনুসারীরা বসে থাকতে পারে না। তাই তারা শান্তি রক্ষায় আবারও মাঠে নামবে।ঘোষিত কর্মসূচি অনুযায়ী অগ্নিসন্ত্রাসের প্রতিবাদে রবিবার (৩০ জুলাই) সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত দেশব্যাপী প্রতিটা থানা, উপজেলা, জেলা ও মহানগরে প্রতিবাদ সমাবেশ করবে আওয়ামী লীগ। এই সমাবেশে আওয়ামী লীগের সঙ্গে থাকবে তাদের অঙ্গসংগঠনও।