নজির বিহীন ভোটারদের কম উপস্থিতির মধ্য দিয়ে মেহেরপুর সদর উপজেলা ৮৮ টি কেন্দ্রে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপ-নির্বাচন শুরু হয়েছে।
বুধবার সকাল ৮ টায় ভোটদান পর্ব শুরু হলেও কেন্দ্রগুলোতে ভোটারদের উপস্থিতি একেবারেই নগণ্য। অধিকাংশ কেন্দ্রে প্রার্থীদের এজেন্ট পাওয়া যায়নি। সকাল সাড়ে নটা পর্যন্ত কোন কোন কেন্দ্রে একটি ভোটও পড়েনি।
সকাল ৮ টার কিছু পরে সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ নেতা আবুল হাসেম শালিকা মাধ্যমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ভোট দান প্রয়োগ করেন। সকাল ৯ টার দিকে যুবলীগ নেতা নিশান সাবের মেহেরপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।
মেহেরপুর সদর উপজেলার বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটকেন্দ্রে নিয়োজিত প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসারসহ পোলিং অফিসার এবং বাইরে আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত পুলিশ বাহিনীর সদস্য এবং আনসার ভিডিপি সদস্যরা বসে অলস সময় কাটাচ্ছেন। মাঝে মধ্যে ২-১ জন ভোটার আসছেন এবং ভোট দিয়ে চলে যাচ্ছেন। ৮৮ টি কেন্দ্রের মধ্যে অধিকাংশ কেন্দ্রেই প্রার্থীদের কোন এজেন্ট দেখা যায়নি।