কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার কল্যাণপুর বাজারে ব্র্যাক শাখা অফিসের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ মে) বিকাল ৩:৩০ ঘটিকার সময় এ শাখা অফিসের শুভ উদ্বোধন করেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও হোগলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সেলিম চৌধুরী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক দৌলতপুরের এলাকা ব্যবস্থাপক মোহাম্মদ রাজু আহমেদ। উপস্থিত ছিলেন অমরেশ চন্দ্র( বি.ডি.সি), মোঃ বোরহান উদ্দিন আর,এম (দাবি), মোঃ জহুরুল ইসলাম আর,এম (প্রগতি), ভি ও সভাপতি রেহেনা খাতুন (চরদিয়ার), সাইফুল ইসলাম, আশিকুজ্জামান সাগর খান সাধারণ সম্পাদককল্যানপুর বাজার কমিটি।
উক্ত অনুষ্ঠানে বক্তারা ব্র্যাকের ক্ষুদ্র ঋণ সেবা, যক্ষা রোগীদের চিকিৎসা প্রদান সহ মানবিক বিভিন্ন কাজের কথা তুলে ধরেন।