মেহেরপুর থেকে প্রকাশিত দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার যুগ্ম সম্পাদকের দায়িত্ব পেলেন সাংবাদিক আনারুল ইসলাম বাবু। মঙ্গলবার (১১ এপ্রিল) প্রত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম অনুরাগী তাকে যুগ্ম সম্পাদক হিসেবে নিয়োগ প্রদান করেন।
এর আগে তিনি বিভিন্ন পত্র-প্রত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন এবং মেহেরপুরের গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি হিসেবে সুনামের সাথে দায়িত্ব পালন করে চলেছেন। আমাদের সূর্যোদয় পত্রিকার যুগ্ম সম্পাদকের দায়িত্ব নেওয়ার পর তিনি সকলের সার্বিক সহযোগিতা কামনা করেছেন।
আনারুল ইসলাম বাবু একাধারে রাজনীতিবিদ, সাংবাদিক এছাড়াও বিভিন্ন সামাজিক সংগঠনের সঙ্গে জড়িত রয়েছেন। তিনি গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাংনী ডিস মালিক সমিতির সভাপতি।
গাংনী পৌর এলাকার ৭নং ওয়ার্ডের ভিটাপাড়ায় ১৯৭৫ সালে আনারুল ইসলাম বাবু জন্মগ্রহণ করেন। তিনার বাবা মরহুম সামিউল্লাহ এলাকায় শিক্ষক, চিকিৎসক ও বিশিষ্ট সমাজসেবক হিসেবে সুপরিচিত।