নিশ্চিত ড্র হতে যাওয়া খেলার দ্বিতীয়ার্ধের ২৭ মিনিটের সময় আমঝুপি ইউনিয়নের শরিফুল ইসলাম দর্শনীয় এক গোল করলেন।স্বাভাবিকভাবেই জয় উল্লাহ শুরু করলেন আমঝুপি খেলোয়াড় এবং কর্মকর্তারা। ঠিক উল্টোদিকে বিপরীত চিত্র, ফাউলের দাবি তুলে খেলতে অস্বীকৃতি জানায় শ্যামপুর ইউনিয়নের খেলোয়াড় এবং কর্মকর্তারা। অবশ্য তিন মিনিট পরেই কর্মকর্তাদের হস্তক্ষেপে খেলা শুরু হয় এবং শরিফুলের দেওয়া ওই একমাত্র গোলেই উপজেলা চ্যাম্পিয়ন হয়ে জেলা পর্যায়ে খেলার যোগ্যতা অর্জন করল নতুন চ্যাম্পিয়ন আমঝুপি ইউনিয়ন পরিষদ।
মেহেরপুর সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে বৃহস্পতিবার মেহেরপুর স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় আমঝুপি ইউনিযন ১-০ গোলে শ্যামপুর ইউনিয়ন কে পরাজিত করে প্রথমবারের মতো উপজেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করলো আমঝুপি ইউনিয়ন।
টুর্নামেন্টের আমঝুপির শরিফুল ইসলাম সর্বোচ্চ গোলদাতা একই দলের মুন্না ম্যান অফ দ্যা ফাইনাল এবং শ্যামপুরের ফাহাদ হোসেন ম্যান অফ দ্যা টুর্নামেন্ট এর পুরস্কার লাভ করেন। খেলা শেষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন।
সদর উপজেলা নির্বাহি অফিসার আসাদুজ্জামান রিপন এর সভাপতিত্বে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম। পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক আশরাফুজ্জামান ভূঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) আবু সাঈদ, এনডিসি গোলাম রাব্বানী, উপজেলা শিক্ষা অফিসার আনোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা বিপ্লব কুমার কুন্ডু প্রমুখ সেখানে উপস্থিত ছিলেন।