জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখা কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (২৬ ফেব্রুয়ারি), সন্ধার পর জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখা কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখা কমিটির সভাপতি হেলাল উদ্দিন হেলু এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এর পক্ষ থেকে মেহেরপুর জেলা কৃষক লীগের সহ-সভাপতি হাসেম আলী।
জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখা কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রাসেল এর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখা কমিটির সহ-সভাপতি যথাক্রমে মহিদুল ইসলাম ও আরিফ হোসেন, সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, সাংগঠনিক সম্পাদক হিরক খাঁন, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান বাপ্পি, অর্থ সম্পাদক শরিফুল ইসলাম ও যুগ্ম অর্থ সম্পাদক আকিরুল ইসলাম।
এসময় অন্যান্যের মধ্যে দপ্তর সম্পাদক রায়হান উদ্দীন, প্রচার ও প্রকাশনা সম্পাদক জাহিদ হাসান খাঁন, জনকল্যাণ সম্পাদক তরিকুল ইসলাম, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক সাহাবুল ইসলাম ও মানবাধিকার সম্পাদক মাজিদ আল মামুন, সদস্য রুবেল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
সভায় জাতীয় সাংবাদিক সংস্থা মেহেরপুর জেলা শাখার নতুন কার্যালয় ও সার্বিক দিক নিয়ে আলোচনা করা হয়।