আগামী ৭ জানুয়ারি আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে শেষ কর্মদিবস বৃহস্পতিবার (৪ জানুয়ারি)। শুক্রবার (৫ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে টানা তিনদিনের সরকারি ছুটি (তফসিলি ব্যাংক বাদে)। আগামী সোমবার (৮ জানুয়ারি) নির্বাচনের পর থেকে অফিস-আদালত পুনরায় খুলবে এমন অবস্থায় ব্যস্ততা বেড়েছে রাজধানীবাসীর। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সকাল থেকে রাজধানীর বিভিন্ন পয়েন্টে যানজটের দেখা মিলছে।
এদিন দাপ্তরিকসহ প্রয়োজনীয় কাজ সেরে নিতে সকাল থেকে নিজ নিজ গন্তব্যে ছুটছেন বিভিন্ন পেশাজীবীর মানুষ। সড়কে ধীরে ধীরে বাড়ছে যান চলাচল। গাবতলি, গুলিস্থান, মতিঝিল, মহাখালী, গুলশান, বনানী, উত্তরা বিভিন্ন এলাকায় সড়কের ব্যস্ততা বাড়ছে।
পরিবহন মালিক-শ্রমিকরা বলছেন, তিনদিনের ছুটিতে অনেকেই আজ বিকেলে ঢাকা থেকে গ্রামে বা বিভিন্ন পর্যটন গন্তব্যে বেড়াতে যাওয়ার পরিকল্পনা করছেন। ফলে বিকেলে ঢাকায় তীব্র যানজট হতে পারে।
এদিকে সকালেও তেজগাঁও, বিজয় সরণি সিগনালে যানবাহনের চাপ বেশি দেখা যায়। ৮-১০ মিনিট পরপর একেকটি সিগনাল ছাড়ছে। তবে গুগল ম্যাপে বিজয় সরণি থেকে কারওয়ান বাজার, বাংলামোটর হয়ে শাহবাগ পর্যন্ত কোনো যানজট দেখা যায়নি। নিউমার্কেট থেকে শ্যামলী পর্যন্ত মিরপুর রোডে যান চলাচল অনেকটা স্বাভাবিক দেখা গেছে।