জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমান অভিযানে পণ্যের মূল্য তালিকা না থাকাসহ বিভিন্ন অনিয়মের কারণে মেহেরপুরের ৩ ব্যবসায়ীর জরিমানা ।
মঙ্গলবার দুপুরের দিকে মেহেরপুর শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ এর নেতৃত্বে এদিন মেহেরপুর শহরের কাঁসারী পাড়ার এলাকার ইয়েস পয়েন্ট, মেসার্স পারপল এবং আজিম মেডিকেল হলে অভিযান চালিয়ে পণ্যের মূল্য তালিকা টানানো সহ বিভিন্ন অনিয়মের কারণে মেসার্স পারপলে ৪৫ ধারায় ১০ হাজার টাকা, ইয়েস পয়েন্টে একই ধারায় ৫ হাজার টাকা এবং মেসাস আজিম মেডিকেল হলে ৫১ ধারায় ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে অন্যদের মধ্যে কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ উপস্থিত ছিলেন।