জাতির পিতার নামকরণে ঐতিহাসিক মুজিবনগরকে ঢেলে সাজাতে।।।। মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার মহাপরিকল্পনা। ফলশ্রুতিতে দ্রুত গতিতে এগিয়ে চলছে প্রতিটি উন্নয়ন। মেহেরপুর – মুজিবনগরবাসীর পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্রাণঢালা শুভেচ্ছা অভিনন্দন। উল্লেখযোগ্য চলমান উন্নয়ন –
ঐতিহাসিক মুজিবনগর কমপ্লেক্সে ইতিহাস সংরক্ষণ, অবকাঠামো উন্নয়ন, সৌন্দর্যবৃদ্ধি সহ পর্যটন কেন্দ্র গড়ে তুলতে ১০০০ কোটি টাকার কাজ চলমান
চেকপোষ্ট অনুমোদন এবং স্বাধীনতা সড়ক নির্মাণ
মুজিবনগর বিশ্ববিদ্যালয় অনুমোদন
ট্রেন লাইন স্থাপনের সমীক্ষার কাজ সম্পন্ন
শতভাগ বিদ্যুৎ প্রদান
মুজিবনগর পলিটেকনিক্যান স্কুল এবং কলেজ
নির্মাণ সহ, মুজিবনগর মাধ্যমিক বিদ্যালয় এবং
মুজিবনগর ডিগ্রি কলেজকে সরকারিকরণ।
মুজিবনগর – মেহেরপুর সড়ক , বাইপাস সড়ক ,
কেদারগন্জ-দর্শনা সড়ক নির্মাণ সহ সড়ক
নির্মাণে ব্যাপক উন্নয়ন ।
সরকারি-বেসরকারী কলেজ এবং মাধ্যমিক
বিদ্যালয়ের শতভাগ একাডেমি ভবণ নির্মাণ।
বাগোয়ান-রশিকপুর ব্রীজ নির্মাণ
মুজিবনগর মডেল মসজিদ নির্মাণ
মুজিবনগর ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মাণ
মুজিবনগর মুক্তিযুদ্ধ কমপ্লেক্স নির্মাণ
মুজিবনগর মডেল থানা, মৎস্য ভবণ এবং পল্লী
বিদ্যুৎ ভবণ নির্মাণ
স্বরস্বতি এবং নাগাবিলের খাল খনন।
কেদারগন্জে সুদৃশ্য মার্কেট নির্মাণ।
ঐতিহাসিক মুজিবনগরের চলমান উন্নয়নের মহা পরিকল্পনায় এই জনপদের মানুষের জীবনযাত্রার মান বদলে যাবে, ইনশাআল্লাহ।