অভিনেত্রী মিমি চক্রবর্তীর জন্মদিন ১১ ফেব্রুয়ারি। করোনার জেরে গত কয়েক বছর সেভাবে জন্মদিন উদযাপন করতে পারেননি বলে এ বছর ভালোবাসার শহর প্যারিসে বার্থ ডে সেলিব্রেট করছেন এই টালি তারকা। এদিন ৩৪-এ পা দিলেন যাদবপুরের তৃণমূল সাংসদ।
প্যারিস থেকে প্রাক-জন্মদিনের মুহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন মিমি। আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে মিমির পোজ, কিংবা প্যারিসের রাস্তায় হেঁটে বেড়ানোর ভিডিও। মিমিকে সহকর্মীরা শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন। তবে ট্রলেরও শিকার হয়েছেন তিনি।
আপতত সংসদের গুরুত্বপূর্ণ বাজেট অধিবেশন চলছে। সেই অধিবেশন ছেড়ে মিমির প্যারিসে জন্মদিন সেলিব্রেট করতে যাওয়াটা মোটেই ভালো চোখে দেখেননি সোশ্যাল মিডিয়ার একটি অংশ।
একজন লেখেন, ‘পার্লামেন্ট ছেড়ে বিশ্ব ভ্রমণ, আর ইনি নাকি যাদবপুরের প্রতিনিধি, ছিঃ’। অপর একজন লেখেন, ‘পার্লামেন্ট অধিবেশন চলাকালীন আপনি ছুটিতে? আশ্চর্য। এক নেটিজেন মিমি ও তার দলকে কটাক্ষ করে লেখেন, ‘এই হলো মা-মাটি-মানুষের প্রতিনিধি, হেসে নিন একটু’।