মেহেরপুরের গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে হয়ে গেলো জমকালো পিঠা উৎসব। নতুন ও পুরােনাে নামীয় তৈরী করা প্রায় ২ শতাধিক পিঠার পসরা সাজিয়েছিল বিদ্যালয়ের ছাত্রীরা। বিদ্যালয় চত্বরে ২০টি স্টলের মাধ্যমে পিঠার পসরা সাজানাে হয়। বুধবার (২২ ফেব্রুয়ারি) সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ উৎসবে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফুজ্জামান লালু। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে পিঠা উৎসবের উদ্বােধন করেন গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মেহেরপুর সদর উপজেলা সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুল ইসলাম, গাংনী পৌরসভার সচিব (প্রকৌশলী) শামীম রেজা। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রকৌশলী ওবাইদুর রহমান, আমিনুল ইসলাম, গাংনী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পারভেজ সাজ্জাদ রাজা প্রমুখ। আয়ােজনটি পরিচালনা করেন গাংনী সরকারী পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাঈদ হাসান সুমন। জমকালাে এ আয়ােজনে বিভিন্ন শ্রেণীপেশার মানুষ নানা রকম পিঠার স্বাদ গ্রহণ করেন।