সাংবাদিক সংগঠন মেহেরপুরের গাংনী রিপোর্টার্স ক্লাব কার্যালয়ে আজ শনিবার (৮ এপ্রিল) রাত ৯ টার দিকে স্ব-শরীরে উপস্থিত হয়ে সদস্য হওয়ার জন্য আবেদনপত্র জমা দেন দৈনিক আমাদের সূর্যোদয় পত্রিকার সম্পাদক ও প্রকাশক আবুল কাসেম অনুরাগী।
জমা দানের সময় তার আবেদনপত্র গ্রহণ করেন গাংনী রিপোর্টার্স ক্লাবের সভাপতি আনারুল ইসলাম বাবু, সহসভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আল আমীন, অর্থ সম্পাদক শাহিনুজ্জামান শাহিন, সাংগাঠনিক সম্পাদক রুবেল আহম্মেদ, নির্বাহী সদস্য মাহাবুল ইসলাম, তারিফুল ইসলাম জীবন, কামাল হোসেন, তারিফুল ইসলাম জীবন, রফিজুল ইসলাম ও সাহাদত হোসেন প্রমূখ। এসময় তাকে মিষ্টি মুখ করানো হয়।