ঐতিহাসিক ৭ই মার্চ আজ। বাঙালি জাতির ইতিহাসে অবিস্মরণীয় দিন। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৭১ সালের ৭ই মার্চ তৎকালীন রেসকোর্স ময়দানে এক উত্তাল জনসমুদ্রে এ দেশের স্বাধীনতার প্রস্তুতির ডাক দেন। বঙ্গবন্ধু তার বজ্রকন্ঠে বলেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম। সেই ভাষণ বাঙালি মুক্তি ও জাতীয়তাবোধ জাগরণের এক মহাকাব্য। এই ভাষণ এখন বিশ্ব ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণিক দলিল।
সারা দেশের ন্যায় আজ সকাল ১০ ঘটিকার সময় মেহেরপুরের গাংনীতেও ৭ই মার্চ যথাযোগ্য মর্যাদায় পাতিল হয়েছে।
এ সময় গাংনী রিপোর্টার্স ক্লাবের পক্ষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন সভাপতি আনারুল ইসলাম (বাবু) সহ সভাপতি বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আল আমীন, কোষাধ্যক্ষ শাহীনুজ্জামান, সাংগঠনিক সম্পাদক মেহের আলী বাচ্চু, দপ্তর ও প্রচার সম্পাদক আসাদুল্লাহ আল গালিব, (সাংবাদিক লিটন মাহমুদ) নির্বাহী সদস্য কামাল পাশা, নির্বাহী সদস্য রুবেল আহম্মেদ, নির্বাহী সদস্য মাহাবুব ইসলাম, নির্বাহী সদস্য মাজিদ আল মামুন এবং আল আমিন।