গাভী চুরি হবার পর কারো বিরুদ্ধে অভিযোগ না করে কান্না জড়িত কন্ঠে লুঙ্গি দিয়ে চোখের জল মুছলেন মেহেরপুরের গাংনী উপজেলার বামুন্দী ইউনিয়নের বাদিয়াপাড়া গ্রামের কৃষক রবিউল ইসলাম।
শুক্রবার (৩১ মার্চ), সরেজমিনে বাদিয়াপাড়ায় কৃষক রবিউল ইসলামের বাড়িতে যাওয়া হলে কারো বিরুদ্ধে অভিযোগ না এনে কান্নায় ভেঙে পড়েন তিনি।
রবিউল ইসলাম জানান, রাতে তারাবীহ সালাত শেষে বাড়িতে ফিরে বিছানায় যায় ঘুমানোর জন্য। ভোরে সেহরি খেতে উঠে গোহালে গিয়ে দেখি বাছুর রয়েছে কিন্তু গাভী নেই। মাত্র ২ সপ্তাহ পূর্বে গাভীটি একটি বাছুর প্রসব করে। কিন্তু গোহালে বাছুর রেখেই কে বা কাহারা গোহালের তালা ভেঙে আমার গাভীটি নিয়ে গেলো। মানুষ এতো নির্দয় হয়? ১৪ দিনের বাছুর নিয়ে কি করবো আমি? কিভাবে বাঁচবে বাছুরটি মায়ের দুধ বিহীন।
তিনি জানান, বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে গাভীটি চুরি করে নিয়ে গেছে একটি চোর চক্র। গাভীটির বাজার মূল্য আনুমানিক ১ লাখ টাকা হবে বলে ধারণা করা হচ্ছে।
গাভীর মালিক রবিউল ইসলাম ও তার স্ত্রী গাভীটি চুরি হয়ে যাওয়ায় একেবারে পথে বসে গেছেন বলে জানান। তবে কারো বিরুদ্ধে কোন অভিযোগ করতে নারাজ। তিনারা জানান, কি হবে অভিযোগ করে। শুধুমাত্র গ্রামে শত্রুতা বাড়বে। ফিরে পাবো কি গাভীটি?
এমতবস্থায় এলাকাবাসী রবিউল ইসলামের গাভীটি ফিরে পেতে প্রশাসনের সদয় দৃষ্টি আকর্ষণ করেছেন।
মাহাবুল ইসলাম
মোবাঃ ০১৭৫৮৬৪৫৩০৪