মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০২২ ব্যাচের ১৬জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহষ্পতিবার (২২ ডিসেম্বর) দুপুরে এ সংবর্ধনা প্রদান করা হয়। প্রতিজন কৃতি শিক্ষার্থীকে একটি করে ক্রেস্ট প্রদান করা হয়।
ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মেহাম্মদ রোকনুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ধানখোলা মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ও ধানখোলা ইউনিয়নের ইউপি চেয়্যারম্যান আব্দুর রাজ্জাক। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শানঘাট-চাঁন্দামারী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল আজাদ, রাইপুর মধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিজানুর রহমান ও বৃটিশ আমেরিকান টোবাকো কোম্পানীর এরিয়া ম্যানেজার এএসএম কামাল হোসেন।
এসময় বিদ্যালেরর শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক-সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।