পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ মেহেরপুরের গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নে গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ভিজিএফের চাউল বিতরণ করা হয়েছে।
শনিবার (৬ এপ্রিল) সকালে ধানখোলা ইউনিয়ন পরিষদে এ চাউল বিতরণের উদ্বোধন করেন মেহেরপুর-২ (গাংনী) আসনের সংসদ সদস্য ডা. এ,এস,এম নামজুল হক সাগর। এসময় ধানখোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, ইউনিয়ন পরিষদের সচিব রফিকুল ইসলাম, ট্যাগ অফিসার ও অত্র ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও সংরক্ষিত আসনের মহিলা মেম্বারগণ উপস্থিত ছিলেন।
জানা গেছে, আসন্ন ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে সবার মুখে একটু হাসি ফোটাতে প্রধানমন্ত্রীর উপহার স্বরূপ সারা দেশের ন্যায় গাংনীর ধানখোলা ইউপিতে ৬ হাজার ৪১০ জন গরীব, দুস্থ ও অসহায় মানুষের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করা হয়।