মেহেরপুরের গাংনীতে ধলা ফুটবল টুর্নামেন্ট-২০২৩ এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলার ১নং কাথুলী ইউনিয়নের ধলা ফুটবল মাঠে গ্রামবাসীর আয়োজনে এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়। ৩০ দলের অংশগ্রহনে টুর্নামেন্টে মেহেরপুর সদর উপজেলার কুতুবপুর ফুটবল একাদশকে ১-০ গোলে হারিয়ে বেলতলাপাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় বিজয়ী দলের শাকিল ম্যান অব দ্যা টুর্নামেন্ট, হাসিব ম্যান অব দ্যা ম্যাচ এবং শাওন সেরা গোলরক্ষকের পুরস্কার লাভ করেন।
শনিবার (৪ নভেম্বর) বিকেলে অনুষ্ঠিত এ ফাইনাল খেলায় কাথুলী ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়ারুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুর-২ গাংনী আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনারুল ইসলাম বাবু, কাথুলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান রানা, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি, গাংনী পৌরসভার ৭নং ওয়ার্ড কাউন্সিলর মোতালেব হোসেন প্রমুখ। এসময় রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ খেলাটি উপভোগ করেন।
খেলা শেষে চ্যাম্পিয়ন দল ও রানার্স আপ দলকে ট্রফি ও ম্যাডেল উপহার দেয়া হয়। নানা বয়সী হাজার হাজার দর্শক এই খেলা উপভোগ করেন।