মেহেরপুরের গাংনী উপজেলার জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ২০১৮ ব্যাচের আনন্দ ভ্রমণ ও মিলনমেলা সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের ২০১৮ ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে “বন্ধুত্বের বাঁধন” শিরোনামে দিনব্যাপী রাজশাহীর বিভিন্ন দর্শনীয় স্থান পরিদর্শনের মধ্য দিয়ে এ আনন্দ ভ্রমণ সম্পন্ন হয়।
আনন্দ ভ্রমণে জুগিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের এস.এস.সি ২০১৮ ব্যাচের ৪০-জন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। দীর্ঘ ৫ বছর পর স্কুল জীবনের পুরনো বন্ধুদের এই আনন্দ ভ্রমণ ও মিলনমেলা ছিলো ব্যাপক উৎসাহ আর উদ্দীপনায় মুখরিত।
শুক্রবার আনন্দ আড্ডা, নৌকা ভ্রমণ, দর্শনীয় স্থান পরিদর্শন, অতীতের স্মৃতি চারণ শেষে, খাওয়া-দাওয়ার মধ্যদিয়ে দিনব্যাপী আনন্দ ভ্রমণ ও মিলনমেলার সমাপনী হয়।
দিন শেষে সবার একটাই চাওয়া, এমন আনন্দ ভ্রমণ ও মিলনমেলা হউক বারবার। একতা বাড়ুক সবার মধ্যে। একতাই বল, একতাই শক্তি- প্রবাদের প্রমাণে মাতোয়ারা ছিলো ব্যাচের ছাত্র ছাত্রীরা।