মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধানখোলা ইউনিয়নের আযান তরুণ সংঘ (সিসিজি) এর মাধ্যমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
আজ রবিবার (৫ ফেব্রুয়ারি), বিকেলের দিকে মেহেরপুর-২ আসনের মাননীয় সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি’র সহধর্মিণী লাইলা আরজুমান বানু শিলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন।
গাংনী উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মনি।
গাংনী উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও আযান তরুণ সংঘ (সিসিজি) এর সভাপতি আবুল বাসারের সভাপতিত্বে শীতবস্ত্র বিতরণী অনুষ্ঠানে স্হানীয় আওয়ামী লীগ ও এর অংগসমূহের নেতৃবৃন্দ এবং আযান তরুণ সংঘের সদস্য ছাড়াও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
এসময় এলাকার অসহায় ও দুস্থ শীতার্ত ১০০ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এর পূর্বে সকাল ১০ টার দিকে রাইপুর মাধ্যমিক বিদ্যালয় আয়োজিত অনুষ্ঠানে রাইপুর ইউনিয়নের ১০০ জন অসহায় ও দুস্থ শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় লায়লা আরজুমান বানু, মনিরুজ্জামান মনি, সামসুজ্জামান মঙ্গল, মিজানুর রহমান, হাফিজুর রহমানসহ উপকারভোগীরা উপস্থিত ছিলেন।