মেহেরপুরের গাংনীতে এস বি পরিবহনের ধাক্কায় বুলবুল হোসেন (৪৫) নামের এক ভ্যানচালক নিহত হয়েছে। এসময় বাসের ১০ জন যাত্রী আহত হয়েছেন।
আজ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ১১ টার দিকে মেহেরপুর কুষ্টিয়া সড়কের চেংগাড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত বুলবুল হোসেন গাংনী উপজেলার দুর্লভপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মেহেরপুর থেকে ছেড়ে আসা দ্রুতগামী এস বি পরিবহন চেংগাড়া বাজারের অদূরে কালভার্টের কাছে পৌঁছালে, নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে ধাক্কা দেয়। ওই ধাক্কায় বাস ও ভ্যানটি খাদে পড়ে যায়। এসময় ভ্যানচালক ও বাসের যাত্রীসহ ১১জন আহত হয়।
স্থানীয়রা আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফারুক হোসেন পাখি ভ্যানচালক বুলবুল হোসেনকে মৃত ঘোষণা করেন। বাকী আহত যাত্রীরা চিকিৎসাধীন রয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) তাজুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবহন চালককে আটকের চেষ্টা চলছে।