আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-২ (গাংনী) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেন।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরের দিকে নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে নিয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) নাদির হোসেন শামীমের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি।
তিনি প্রত্যাশা করেন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। সেজন্য বর্তমান বিরোধী দল জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
এসময় সাবেক এমপি ও বীর মুক্তিযোদ্ধা মকবুল হোসেনের সঙ্গে উপজেলা যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন, সাধারণ সম্পাদক হাজী শফি কামাল পলাশ, যুগ্ম সাধারণ সম্পাদক মজিরুল ইসলাম, ষোলটাকা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনোয়ার হোসেন পাশা, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, সাবেক ছাত্রনেতা আল ফারুকসহ নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।