মেহেরপুরের গাংনী উপজেলা শহরের কাথুলী মোড় এলাকায় তাসনিম উর্মি (২৩) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে।
এ ঘটনার পর থেকে তার স্বামী আশরাফুজ্জামান প্রিন্স পলাতক রয়েছেন। ১ পুত্র সন্তানের জননী উর্মি গাংনী উপজেলার শহরের কাথুলী মোড় এলাকার আশরাফুজ্জামান প্রিন্স এর স্ত্রী ও একই উপজেলার চাঁদপুর গ্রামের গোলাম কিবরিয়ার মেয়ে।
শুক্রবার ভোররাতে উর্মির স্বামীর বাড়ি থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।
উর্মি বাবা গোলাম কিবরিয়া জানান,আমার মেয়েকে তার স্বামী প্রিন্স শ্বাসরোধে হত্যা করে। হত্যার পর উর্মি আত্মহত্যা করেছে বলে ঘটনা ধামা চাপা দেয়ার চেষ্টা করছে।
স্থানীয়রা জানান,প্রিন্স ছিল মাদকাসক্ত। প্রতিনিয়ত সে কারণে-অকারণে তার স্ত্রীকে মারধর করতো।
উর্মির পারিবারিক সূত্র জানায়,উর্মি ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ের অর্নাস তৃতীয় বর্ষের শিক্ষাথর্ী। তার স্বামীও কুষ্টিয়া সরকারী কলেজের অর্নাস তৃতীয় বর্ষের শিক্ষাথর্ী। তারা ৪ বছর পূর্বে প্রেম করে বিয়ে করেছিল। বিয়ের পর তাদের সংসারে রয়েছে আবনাব আবিব প্রত্যয় নামের ১৩ মাস বয়সী শিশু পুত্র। উমির্র স্বামী প্রায়ই তাকে শারীরিক ভাবে নির্যাতন করতো। এদিন রাতে উর্মিকে শ্বাসরোধে হত্যার পর তার লাশ ঘরের জানালার সাথে উড়না পেঁচিয়ে আত্মহত্যার নাটক সাজানোর চেষ্টা করে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান,উর্মির শরীরের আঘাতের আলামত রয়েছে। ময়না তদন্তের পর কিভাবে তার মৃত্যু হয়েছে। তা সঠিক ভাবে বলা সম্ভব হবে।