মেহেরপুরের গাংনীতে দূর্ণীতির সংবাদ প্রকাশের ভয় দেখিয়ে শহিদুল ইসলাম নামের এক উপ-সহকারী কৃষি অফিসারের নিকট ১০ হাজার টাকা চাঁদা দাবি করা হয়েছে।
ঢাকা থেকে প্রকাশিত দৈনিক আজকের খবর পত্রিকার ক্রাইম রিপোর্টার গোলাম মওলা পরিচয়ে এ চাঁদা দাবি করা করা হয়।
এ ব্যাপারে মেহেরপুরের গাংনী থানায় একটি জিডি করেছেন ওই কৃষি কর্মকর্তা।
গাংনী উপজেলা কৃষি অফিসে কর্মরত উপ-সহকারী কৃষি অফিসার শহিদুল ইসলাম জানান, আজ বৃহষ্পতিবার (১৭ ফেব্রুয়ারি), দুপুরে দৈনিক আজকের খবর পত্রিকার ক্রাইম রিপোর্টার গোলাম মওলা পরিচয়ে ০১৩২১০৮২৯৭৩ নাম্বারে মোবাইল ফোনের মাধ্যমে ফোন করেন। অফিসে দূর্ণীতির অভিযোগ রয়েছে এবং তা ছাপানো হবে মর্মে জানান। ১০ হাজার টাকা দিলে সংবাদটি প্রচার করা হবে না জানিয়ে একটি বিকাশ নম্বর দেন। যার নম্বর ০১৭৬৩৫০৭৮০৯। এ ব্যাপারে গাংনী থানায় একটি জিডি করা হয়েছে। যার নম্বর- ৬৭০ তাং- ১৭/০২/২০২২ ইং।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুর রাজ্জাক জানান, ইতোমধ্যে একটি জিডি গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্ত করা হচ্ছে।