মেহেরপুরের গাংনী উপজেলার অভ্যন্তরীণ ও বোরো ধান সংগ্রহের উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালের দিকে উপজেলা খাদ্যগুদামের সরকারি ভাবে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠান সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার লাভলী খাতুন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারি প্রকৌশলী মাহফুজুর রহমান কল্লোল, উপজেলা খাদ্য কর্মকর্তা মনোয়ার হোসেন প্রমুখ।
উপজেলা খাদ্য অফিস সূত্রে জানা যায়,চলতি মৌসুমে ৯ হাজার ২১ মে.ট. ধান কৃষকদের কাছ থেকে সরাসরি ক্রয় করা হবে। প্রতি কেজি ধানের মূল্য ২৭টাকা দর অর্থাৎ প্রতি মণ ধান ১হাজার ৮০ টাকা দর সরকারি ভাবে নির্ধারণ করা হয়েছে।