মেহেরপুরের গাংনীতে র্যাবের অভিযানে আলাল উদ্দীন (৩৫) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামীকে আটক করা হয়েছে। আটককৃত আলাল গাংনী উপজেলার জােড়পুকুরিয়া গ্রামের চাঁদ আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুর আড়াইটার দিকে র্যাব-৬ (গাংনী) ক্যাম্পের একটিদল গােপন সংবাদের ভিত্তিতে গাংনী উপজেলার বামন্দী শহরে অভিযান চালিয়ে আলালকে আটক করে।
র্যাব-৬ (গাংনী) ক্যাম্প সূত্র জানায়, গাংনী থানার জিআর নং-৪৮/১৪,আর-৫০/২২. এর ওয়ারেন্টভূক্ত একজন পলাতক আসামী বামন্দী বাজার এলাকায় অবস্থান করছে এমন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল ওই স্থানে অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে আসামী আলাল পালানাের চেষ্টা করে। এসময় র্যাবের এ দলটি তাকে আটক করে। পরে বিকেলে তাকে গাংনী থানায় হস্তান্তর করা হয়েছে।