মেহেরপুরের গাংনীতে মৌমাছির কামড়ে হায়দার আলী (৫৮) নামের এক কৃষকের মৃত্যু ও ৫জন আহত হয়েছে। শুক্রবার (২৩ ডিসেম্বর) সকাল ১১ টার সময় উপজেলার সাহারবাটি গ্রামে এ ঘটনা ঘটে। হায়দার আলী সাহারবাটি কড়ুইতলা পাড়ার তাহাজ উদ্দীনের ছেলে। আহতরা হলেন, কদম আলী (৫০),আলিমুদ্দীন (৫৫), মাসুম (২২), ফজলুল হক (৪২) ও আয়ের আলী (৬১)।
আহত কদম আলী বলেন, হায়দার আলী সহ গ্রামের বেশ কয়েকজন খালের পাড় মাঠে কাজ করছিলাম। হঠাৎ বটগাছে থাকা মৌমাছির চাঁকে পাখিতে ঠোকা দিলে মৌমাছি পার্শবর্তী এলাকায় ছড়িয়ে পড়ে। এসময় মৌমাছির কামড়ে হায়দার আলীর মৃত্যু ও ৫জন কৃষক আহত হয়। আহতরা বর্তমানে গাংনী হাসপাতালে ভর্তি রয়েছে।
গাংনী হাসপাতালের জরুরী বিভাগে কর্মরত চিকিৎসক আবির হোসেন বলেন,মৌমাছির কামড়ে একজনের অবস্থা আশংঙ্কাজনক থাকায় তাকে মেহেরপুর জেনারেল হাসপাতালে রেফার্ড করা হয়েছে। এছাড়া বাকীরা চিকিৎসাধীন রয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন,হায়দার আলী তার লাও গাছের জমিতে সেচ দিতে যাওয়ার পর বেশকিছু মৌমাছি কামড় দিলে গুরুত্বর অসুস্থ হয়ে পড়ে। দ্রত তাতে গাংনী হাসপাতালে নেওয়ার পথে সাহারবাটি বাজারে পৌছালে তার মৃত্যু হয়।