মেহেরপুরের গাংনীতে ইটভাটা মালিককে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রোববার (৮ মে) বিকেলে উপজেলার বামুন্দি ইটভাটা (বিবিএল) মালিক রাশিদুল ইসলাম সোহাগ এর নিকট থেকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন ২০১৩ এর ১৫(১) ধারা মোতাবেক এ জরিমানা আদায় করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন গাংনী উপজেলা নিবার্হী অফিসার মৌসুমী খানম।
এ সময় উপস্থিত ছিলো সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম ও উপজেলা সমাজসেবা অফিসার কাজী মুনসুর আলম।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় আনসার বাহিনীর সদস্যরা সহযোগিতা করেন।