মেহেরপুরের গাংনীতে মাস্ক ব্যবহার না করায় ভ্রাম্যমাণ আদালতে ৭জনকে জরিমানা করা হয়েছে। বাজারের ৭জন ব্যবসায়ী ও ক্রেতাকে ৫শ টাকা করে মােট ৩ হাজার,৫শ টাকা জরিমানা করা হয়।
মঙ্গলবার বিকেলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জরিমানা করা হয়। আদালত পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাজমুল আলম। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সরকারী নির্দেশনাকে অমান্য করে উপজেলা শহরের বিভিন্ন শপিংমলের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণ মাস্ক ব্যবহার না করে কেনা-বেচা করছিল।
এসময় ভ্রাম্যমাণ আদালতে তাদেরকে জরিমানা ও করোনা ভাইরাস ওমিক্রন নিয়ন্ত্রণে এবং মাস্ক ব্যবহার নিশ্চিত করণে সচেতন করা হয়।