মেহেরপুরের গাংনীতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। মেয়াদোত্তীর্ণ পণা রাখার দায়ে ও চালানের কপি দেখাতে ব্যর্থ হওয়ায় এ জরিমানা করা হয়।
মঙ্গলবার (৭ নভেম্বর) দুপুরের দিকে গাংনী বাজারের মহিলা কলেজ মোড় এলাকার স্টুডেন্ট কর্নার ব্যবসায়ী প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর বিভিন্ন ধারায় ১৫ হাজার টাকা ও গাংনী সবজি আড়ৎ এলাকার মেসার্স সততা ভান্ডারে খুচরা ব্যবসায়ীকে চালান সরবরাহ না করার দায়ে মালিক সাহাদুল ইসলামকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদ অভিযান পরিচালনা করেন।
এসময় জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মোঃ রিয়াজ মাহমুদ, গাংনী উপজেলা স্যানিটারী অফিসার মশিউর রহমান ও মেহেরপুর পুলিশ লাইনের একটি টিম অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর জেলা কার্যালয়ের এই কর্মকর্তা।