মেহেরপরের গাংনীতে ২৮ পরিবার পেলেন জমি ও ঘর। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হিসেবে মাথাগোজার ঠাঁই পেলেন তারা।
মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে জমি ও ঘরের মালিকানা বুঝিয়ে দেওয়া হয়। ঘরবাড়ি পেয়ে সন্তোষ প্রকাশ করেন উপকারভোগীরা।
ভূমিহীন ও গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার এই উদ্যোগ বিশ্বের মধ্যে একটি দৃষ্টান্ত বলে মন্তব্য করেন অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা।
প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প ২ এর আওতায় তৃতীয় পর্যায়ে গাংনী উপজেলায় প্রাপ্ত ৩৯টি।এর মধ্যে মটমুড়া ইউপিতে ৬টি, তেঁতুলবাড়ীয়া ইউপিতে ৯টি ও ধানখোলা ইউপিতে ৪টি।
দুই শতক জমি ও দুই কক্ষ বিশিষ্ট সেমি পাকা ঘরের সাথে রয়েছে রান্নাঘর, টয়লেট ও বারান্দা।
গাংনী উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস (পিআইও) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী ইউএনও মৌসুমি খানম। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মুনসুর আলম খান। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা পরিষদ চেয়ারম্যান এমএ খালেক, গাংনী পৌর মেয়র আহম্মেদ আলী ও মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন।
অনুষ্ঠানে ঘরের মালিকানা হস্তান্তরের পাশাপাশি ইফতার দেওয়া হয়।