গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা’র উপহার হিসেবে মেহেরপুরের গাংনীতে বীর মুক্তিযোদ্ধাদের জন্য “বীর নিবাস” প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি), সকাল ১০ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে ভারচুয়াল যুক্ত থেকে এ প্রকল্পের শুভ উদ্বোধন করেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা।
গাংনী উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন।
এসময় অন্যান্যের মধ্যে গাংনী উপজেলা প্রকল্প কর্মকর্তা নিরঞ্জন চক্রবর্তী, গাংনী পৌরসভার মেয়র আহম্মেদ আলী, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুনতাজ আলীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলার ১২ জন বীর মুক্তিযোদ্ধার মাঝে “বীর নিবাস” এর চাবি হস্তান্তর করা হয়। যেসব বীর মুক্তিযোদ্ধা এসব নিবাস পেলেন তারা হলেন, গাংনী উপজেলার কাথুলী ইউনিয়নের মাইলমারী গ্রামের হাবিবুর রহমান, কাথুলী গ্রামের আব্দুল বারী, মটমুড়া ইউনিয়নের নওদা মটমুড়ার কামরুজ্জামান, চর গোয়ালগ্রামের এজের আলী,
কাজীপুর ইউনিয়নের সাহেবনগরের নুরুল আমিন, বেতবাড়ীয়ার আব্দুর রশিদ, মাহমুদ হোসেন, গাংনী পৌর এলাকার শিশিরপাড়ার আব্দুল বারী, ষোলটাকা ইউনিয়নের ষোলটাকার হযরত আলী, সাহারবাটী ইউনিয়নের ভাটপাড়ার রুহুল আমিন, সাহারবাটীর শহীদ শাকাউল্লাহ ও বামুন্দী ইউনিয়নের নিশিপুরের নিয়ামত আলী।