মেহেরপুরের গাংনী উপজেলার নিত্যানন্দপুর গ্রামে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রুবেল হােসেন (২৬) নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার নিত্যানন্দপুর গ্রামের মাঝপাড়ায় এ ঘটনা ঘটে। রুবেল হোসেন গাংনী পৌর এলাকার ১নং ওয়ার্ড বাঁশবাড়ীয়া গ্রামের গােরস্থানপাড়ার জেল হকের ছেলে।
গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার সুমাইয়া আফরোজ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানান, রুবেল হোসেন বুধবার দুপুরের দিকে উপজেলার ধানখোলা ইউনিয়নের নিত্যানন্দপুর গ্রামের পন্ডিত মন্ডলের ছেলে ন্যাড়া মন্ডলের বাড়ির বিল্ডিংয়ে ভাইব্রেটর মেশিন দিয়ে ছাদ ঢালাইয়ের কাজ করছিল। এ সময় অসাবধানবশতঃ মেশিনের তারে বিদ্যুতায়িত হয়ে রুবেল হোসেন ভীষণ অসুস্থ হয়ে পড়ে। এসময় স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘােষণা করেন।
গাংনী থানা অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক নির্মাণ শ্রমিকের মৃত্যুর সংবাদ পেয়েছি, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।