মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ উদযাপন হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে উপজেলা প্রশাসনের আয়োজনে শুক্রবার (১৪ এপ্রিল) সকালে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
মঙ্গল শোভাযাত্রায় গাংনী উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া সিদ্দিকা সেতু, উপজেলা চেয়ারম্যান এম এ খালেক, মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন, সাবেক সংসদ সদস্য মকবুল হোসেন, সাবেক উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম, উপজেল সহকারি কমিশনার (ভূমি) নাদির হোসেন শামীমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।
এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানসহ সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান মঙ্গল শোভাযাত্রা বের করে। এসময় তারা বর-বধুসহ বিভিন্ন ধরনের সাজ সেজে মঙ্গল শোভাযাত্রার শোভাবর্ধন করে।
পরে উপজেলা প্রশাসন চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
পরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে উপজেলা শিশু একাডেমীর কুইজ প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।