মেহেরপুর জেলার গাংনী উপজেলার ধাখোলা ইউনিয়নের চিৎলা গ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন কাম ফর হিউম্যানিটি (সিএফএইচ)। সংগঠনটি গ্রামের দরিদ্র, হতদরিদ্র, অসহায়, বৃদ্ধ ও সাধারণ সুবিধা বঞ্চিত মানুষের জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়েছে। ডায়াবেটিস, বাতের ব্যথা, জ্বর, ঠান্ডা কাশি, গ্যাস্ট্রিক, আমাশয়, কোমরে ব্যথা, হাত ও পা কামড়ানোর সমস্যা সহ বিভিন্ন ধরনের চিকিৎসা প্রদান করা হচ্ছে। কাম ফর হিউম্যানিটি আমন্ত্রণ স্বাস্থ্য সেবা দিচ্ছেন ডাঃ নাজনীন ইসলাম সেতু। ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা নিতে আসা আমিরন নেসা (৭০) জানান কাম ফর হিউম্যানিটির সেবা পেয়ে তিনি অত্যান্ত খুসি। তিনি আরো জানান অনেক দিন যাবৎ শরীরের বিভিন্ন সমস্যায় ভুগছেন। আর্থিক সমস্যার কারনে চিকিৎসা নিতে পারতেছিলেন না। আমিরন নেছা কাম ফর হিউম্যানিটির সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করেন যে, আল্লাহ যেন তাদের মঙ্গল করেন এবং তারা এই ভাবে মানুষের সেবা করে যেতে পারেন। কাম ফর হিউম্যানিটির একজন মুখপাত্র বলেন সকলের সহযোগিতা পেলে দেশ ও মানুষের কল্যানে কাজ করে যেতে চান।