ঘুর্ণিঝড় অশনির কিছুটা প্রভাব পড়েছে মেহেরপুরের গাংনীতে। মঙ্গলবার দুপুর থেকে দেশের অন্যান্য এলাকায় ঘুর্ণিঝড় হলেও, সে ঝড় দুর্বল হয়ে গাংনী উপজেলার বিভিন্ন এলাকায় প্রবল বৃষ্টি হয়। একটানা কয়েক ঘণ্টার বৃষ্টিতে উপজেলার বিভিন্ন গ্রামের মাঠে উঠতি ফসল এখন পানির নিচে। বিশেষ করে পাঁকা ধান কাটার পর অনেক এলাকার জমিতে ধানের বিচালি রাখা রয়েছে। কয়েক ঘণ্টার বৃষ্টিতে ওই সব ধান এখন পানির নিচে।
এছাড়াও ধান ক্ষেতের ৮০ ভাগ এখনও কাটা হয়নি। যা জমিতেই রয়েছে।
উপজেলার জােড়পুকুরিয়া গ্রামের কৃষক লালন হােসেন জানান,বৃষ্টির পানি জমে থাকার কারণে ধান কাটা ও মাড়াই করা খুবই কষ্ট সাধ্য হয়ে পড়বে। জমি থেকে ধান ঘরে তুলতে বাড়তি খরচ হবে।
এদিকে,কৃষি বিভাগ বলছে,নিচু জমির ধান ক্ষেতে যে বৃষ্টির পানি জমে রয়েছে। যদি আর বৃষ্টি না হয়। তাহলে,কয়েক ঘণ্টার মধ্যে পানি শুকিয়ে স্বাভাবিক অবস্থা হবে।