প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুদানের চেক বিতরণ করা হয়েছে। শনিবার মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য সাহেদুজ্জামান খোকনের বাসভবনে গরিব দুস্থ ও অসহায় হতদরিদ্রের মাঝে প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রদত্ত অনুদানের চেক বিতরণ করা হয়।
মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য ও গাংনী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সাহিদুজ্জামান খোকন উপস্থিত থেকে গাংনী উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুস্থ ও অসহায় হতদরিদ্র ৩৩ জনের মাঝে ১০ লক্ষ্য ৩০ হাজার টাকার চেক প্রদান করেন। চেক বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান মুকুল, সাহারবাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান গোলাম ফারুক, সাহারবাটি ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মশিউর রহমান প্রমূখ।