মেহেরপুরের গাংনীতে পানিতে ডুবে জিহাদ (৪) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকাল ৩ টায় উপজেলার সীমান্তবর্তী সহড়তলা গ্রামের বাড়ির পার্শে একটি গর্ত থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জিহাদ সহড়তলা গ্রামের মুরগী ব্যবসায়ী আজমাইন হোসেনের ছেলে।
স্থানীয়রা জানায়,জিহাদ হোসেন দুপুর ১২ টার থেকে নিখোঁজ হন। স্বজনরা বাড়ির পার্শে একটি নির্মানাধীন মাদ্রাসার দিকে খুঁজতে যায়। মাদ্রাসা চত্তরে থাকা একটি গর্তে জিহাদের মরদেহ ভাষতে দেখে উদ্ধার করে।
পরিবারের সদস্যদের ধারনা গর্তের পাড়ে খেলতে গিয়ে অসাবধানতা বসত পানিতে ডুবে যায়। এরপর তার মৃত্যু হয়। গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যা নিশ্চিত করেছেন।