মেহেরপুরের গাংনীতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দৈনিক মানবজমিন পত্রিকার ২৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
বুধবার (১৫ ফেব্রুয়ারি), বিকেল সাড়ে ৩ টার দিকে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে কেক কেটে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দৈনিক মানবজমিন পত্রিকার মেহেরপুর প্রতিনিধি সাহাজুল সাজু’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) রনী খাতুন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা শিক্ষা অফিসার হাবিবুল বাশার, উপজেলা মৎস্য অফিসার খন্দকার আব্দুস শহিদ, বাংলা ভিশনের মেহেরপুর প্রতিনিধি তুহিন অরণ্য ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আমিরুল ইসলাম অল্ডাম।
দৈনিক আমাদের সূর্যোদয়ের নির্বাহী সম্পাদক জুলফিকার আলী কানন এর সঞ্চালনায় এসময় অন্যান্যের মধ্যে বিশিষ্ট ব্যক্তি, রাজনীতিবিদ ও পথিকের পাঠশালার পরিচালক রফিকুল ইসলাম পথিক, আরটিভির মেহেরপুর প্রতিনিধি মাজেদুল হক মানিক, এশিয়ান টিভির গাংনী উপজেলা প্রতিনিধি নূরুজ্জামান পাভেল, মিনারুল ইসলাম, বিজয় টিভির মেহেরপুর প্রতিনিধি তৌহিদ উদ দোলা রেজা, আমাদের সূর্যোদয়ের প্রকাশক আবুল কাশেম অনুরাগী, মাই টিভির গাংনী উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, দৈনিক পশ্চিমাঞ্চলের মেহেরপুর প্রতিনিধি মাজিদ আল মামুন, গ্লোবাল টেলিভিশনের মেহেরপুর প্রতিনিধি রাব্বি আহমেদ, এখন টিভির মেহেরপুর প্রতিনিধি মুজাহিদ মুন্না, ঢাকা মেইলের মেহেরপুর প্রতিনিধি তোফায়েল হোসেন, দৈনিক পশ্চিমাঞ্চলের গাংনী উপজেলা প্রতিনিধি লিটন মাহমুদ, বিডি লাইভ ২৪ এর মেহেরপুর প্রতিনিধি জাহিদুল ইসলাম, দৈনিক প্রথম বাংলাদেশের মেহেরপুর প্রতিনিধি কামাল হোসেন খান, আবু সাঈদ, আনোয়ার হোসেন, মেহের আলী বাচ্চুসহ গাংনী প্রেসক্লাব, উপজেলা প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের সদস্যসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মানবজমিন গন মানুষের কথা বলে। দেশে প্রচলিত পত্রিকাগুলোর মধ্যে মানবজমিন সত্য নিষ্ঠ সংবাদ পরিবেশন করে দৃষ্টান্ত স্থাপন করে চলেছে। এসময় তিনারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।