মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রাম থেকে বিদেশী মদ ও গাঁজাসহ ইকরামুল হক নামের এক যুবককে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। শুক্রবার (১৯ মে) বিকেল সোয়া ৪ টার দিকে সহড়াতলা গ্রামের বাগানপাড়ায় ভাদুমিয়ার বাঁশবাগানের ভিতর থেকে ৭ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়। আটককৃত ইকরামুল হক ওই গ্রামের ইকতার আলীর ছেলে।
ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল আলম শুক্রবার (১৯ মে) সন্ধ্যার দিকে বিষয়টি নিশ্চিত করে জানান, মেহেরপুরের গাংনী উপজেলার সহড়াতলা গ্রামে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের এসআই আশরাফুল ইসলামের নেতৃত্বে এসআই কাহী মহসিন, এএসআই হেলাল উদ্দিনসহ একটি টিম অভিযান পরিচালনা করেন। অভিযানে সহড়াতলা গ্রামের বাগানপাড়ায় ভাদুমিয়ার বাঁশবাগানের ভিতর থেকে ০৭ বোতল ভারতীয় মদ ও এক কেজি গাঁজাসহ ইকরামুল হক নামের এক যুবককে আটক করা হয়।
আটককৃত ইকরামুল হকের বিরুদ্ধে গাংনী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন।