মেহেরপুরের গাংনীতে ডাচ বাংলা ব্যাংক গাংনী এজেন্ট ব্যাংকের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গাংনী ডাচ বাংলা এজেন্ট ব্যাংকের সামনে আয়োজিত এ সমাবেশে বিভিন্ন পর্যায়ের গ্রাহকরা অংশ গ্রহণ করেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গাংনী বাজার কমিটির সভাপতি সালাউদ্দীন শাওন। বিশেষ অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক এজেন্ট ব্যাংকিং মেহেরপুর এরিয়া ম্যানেজার আশরাফুল ইসলাম, গাংনী বাজার কমিটির সাধারণ সম্পাদক মোঃ রফিক। সমাবেশে স্বাগত বক্তব্যে ব্যাংকটির গ্রাহক সেবার বিস্তারিত তুলে ধরেন গাংনী এজেন্ট খোরশেদ আলম। এসময় আরও বক্তব্য রাখেন স্বদেশ সীড এর ব্যবস্থাপনা পরিচালক মাজেদুল হক মানিক, মোটর সাইকেল ব্যবসায়ী কামাল হোসেন ও পরিবেশক ব্যবসায়ী মোশারফ হোসেনসহ গ্রাহকবৃন্দ।