মেহেরপুরের গাংনীতে ড্রাম ট্রাকের চাকায় পিষ্ট হয়ে শামীমা ইসলাম (৫৫) নামের এক শিক্ষিকা নিহত। এক কন্যা সন্তানের জননী নিহত শামীমা গাংনী উপজেলার করমদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক ও করমদী গ্রামের ফিরােজুল ইসলামের স্ত্রী। তার স্বামী ফিরােজুল করমদী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।
সােমবার সকাল ৯টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের গাংনীর পশ্চিম মালসাদহ জােড়া ব্রিজের অদূরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান,শামীমা ও তার স্বামী ফিরােজুল (৬০) এবং একমাত্র মেয়ে প্রাপ্তি ইসলাম (২৩) একই মােটরসাইকেলে নিজ গ্রাম করমদী থেকে গাংনী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। তারা পশ্চিম মালসাদহ জােড়া ব্রিজ পার হতেই পিছন দিক থেকে একটি বালীবাহি ড্রাম ট্রাক ধাক্কা দেয়। ওই ধাক্কায় মোটরসাইকেল থেকে স্বামী-স্ত্রী ও মেয়ে পড়ে যান। তবে শামীমা ট্রাকের নিচে পড়ে যাওয়ায় ট্রাকের চাকায় তার মাথা পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন। আহত হয় তার স্বামী ও মেয়ে। খবর পেয়ে গাংনী থানা পুলিশ শামীমার লাশ উদ্ধার করে। এবং তার স্বামী ফিরােজুল ও মেয়ে প্রাপ্তিকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এদিকে দূর্ঘটনা কবলিত ট্রাকটি নিয়ে চালক পালিয়েছে।
পারিবারিক সূত্র জানায়, জাতীয় শিক্ষাক্রমের আওতায় গাংনীতে মাধ্যমিক স্কুলের শিক্ষকদের প্রশিক্ষণ চলছে। ওই প্রশিক্ষণে অংশ নিতে শামীমা তার স্বামীর মােটরসাইকেলে আসতেই এ দুর্ঘটনার শিকার হন।
গাংনী থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।