মেহেরপুরের গাংনীতে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় সংবাদ সম্মেলন করেছেন গাংনী পৌর এলাকার ঈদগাহ পাড়ার এক ভুক্তভোগী মোঃ মোশারফ হোসেন।
শনিবার (৩০ এপ্রিল ) রাত ৭.৩০ মিনিট এর সময় গাংনী রিপোর্টার্স ক্লাবে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী গাংনী পৌরসভার ৬নং ওয়ার্ড ঈদগাহ পাড়ার মোঃ মোশারফ হোসেন। ভুক্তভোগী তিনার লিখিত অভিযোগে বলেন, বিবাদী মোছাঃ পরিছন নেছা (৫৯), স্বামীঃ মৃত নবীছদ্দীন, সাং- মহেশপুর বর্তমান গাংনী উত্তর পাড়া। ২/ আঃ সালাম (৫২), পিতাঃ মৃত সামসুদ্দিন, গ্রামঃ মহেশপুর, বর্তমান গাংনী পৌরসভা পাড়া। ১ম বিবাদী ২য় বিবাদী আঃ সালামের নেতৃত্বে ২ জন শ্রমিক নিয়ে ৩০/৪/২০২২ ইং তারিখে জোর পূর্বক বাঁশের খুটি ও নেট জাল দিয়ে জমি দখলের চেষ্টা করে। মেহেরপুর জেলার গাংনী উপজেলার ৬ নং ষোলটাকা ইউনিয়নের কাষ্টদহ মৌজার খতিয়ান ৬০/ হাল ৬৩ সাবেক SA দাগ নং ১০১ খতিয়ান নং ৯ আরএস খতিয়ান ৪৮২ দাগ নং ১১৮/১১৭২ জমির পরিমাণ ৪১ শতক। উক্ত জমি ওয়ারিশ ও ক্রয় সূত্রে মালিক মোঃ মোশারফ দিং, বর্তমানে উক্ত জমির উপর মেহেরপুর আদালতে দুটি মামলা বিচারাধীন রয়েছে। এবং উক্ত নালিশী জমির উপর ১৪৫ ধারা জারি রয়েছে, কিন্তু বিবাদীগণ আদালতের নির্দেশনা না মানার কারনে আমি স্থায়ী নিষেধাজ্ঞার জন্য আবেদন করি। যাহার মামলা নং ১৬৫/২২। বিজ্ঞ আদালতে অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করিয়া বিবাদীগণকে শোমন দেন কিন্তু বিবাদী আঃ সালাম মহামান্য আদালতের আদেশকে বৃদ্ধাআঙ্গুলী দেখিয়ে স্থানীয় ও নিজ ভাড়াটিয়া মস্তান দিয়ে ও নিজে উপস্থিত থেকে উক্ত জমি জোর পূর্বক দখলের চেষ্টা করে। বিবাদী আঃ সালাম বাংলাদেশ পুলিশ বাহিনীর একজন এএসআই বর্তমানে সে ঢাকা মেট্রো পলিটন পুলিশ ভাটারা থানায় কর্মরত রয়েছে। আঃ সালাম মহামান্য আদালতের আদেশ অমান্য করে বাংলাদেশ পুলিশ বাহিনীর ভাবমূর্তি ক্ষুন্ন করিতেছেন। মাননীয় স্বরাষ্টমন্ত্রী ও বাংলাদেশ পুলিশের মহা-পরিদর্শক এর নিকট আমার আকুল আবেদন আঃ সালামের বিরুদ্ধে সুষ্ঠ তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করছি। এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।