“স্মার্ট যুব, সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মেহেরপুরের গাংনীতে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য যুব র্যালি, আলোচনা সভা এবং প্রশিক্ষনার্থীদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
বুধবার সকাল ১০টার দিকে গাংনী উপজেলা শহরে একটি বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়। পরে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভা ও যুব উন্নয়ন অধিদপ্তর কতৃক প্রশিক্ষনার্থীদের মাঝে ঋণের চেক ও সনদপত্র বিতরণ করা হয়। উপজেলা প্রশাসন ও উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর এ আয়োজন করে।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভুমি) নাদির হোসেন শামীম। মেহেরপুর-২ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সাহিদুজ্জামান খোকন এমপি’র বিশেষ প্রতিনিধি মনিরুজ্জামান আতু, জাতীয় পার্টি (জেপির) কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আব্দুল হামিল, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আসাদুজ্জামান। এছাড়াও বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী, রাজনীতিবীদ, সাংবাদিক ও প্রশিক্ষণার্থীরা উপস্থিত ছিলেন।