মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের বাওট গ্রামে ছােট ভাইয়ের ধারালাে অস্ত্রে আঘাতে বড় ভাই রক্তাক্ত জখম হয়েছেন। জখম জামাল বাওট গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে। হামলাকারি আলমগীর হােসেন জামালের আপন ছােট ভাই।
মঙ্গলবার (১৭ মে) দুপুরে বাওট বাজারে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জনান, বড় ভাই জামাল ও আলমগীরের মধ্যে কয়েক মাস যাবত পারিবারিক কলহ চলছিল। মঙ্গলবার দুপুরে দ্বন্দ্বের জের ধরে দুই ভায়ের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে। এক পর্যায়ে ছোট ভাই আলমগীর ক্ষিপ্ত হয়ে বড় ভাই জামাল ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে। ধারালো অস্ত্রের আঘাতে জামাল রক্তাক্ত জখম হয়।এ সময় স্থানীয়রা আহত জামাল প্রথমে বামন্দী শহরের একটি ক্লিনিকে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। এসময় তার শারীরিক অবস্থার অবনতি দেখা দিলে,সেখান থেকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয় ।
মটমুড়া ইউনিয়ন পরিষদের সদস্য নিয়ামত আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আহত জামালকে উদ্ধার করে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
এদিকে, আহত জামালের অবস্থা আশঙ্কাজনক হওয়া ঢাকায় রেফার্ড করা হয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক জানান, বিষয়টি খােঁজখবর নেয়া হচ্ছে।