মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়ীয়া ইউনিয়নের হিন্দা গ্রামে গাছ থেকে পড়ে হাসিবুল ইসলাম (১৭) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। স্কুল ছাত্র হাসিবুল হিন্দা গ্রামের ছহিরুদ্দীন ছেলে এবং হিন্দা মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্র।বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বাড়ির অদূরে একটি কাঁঠাল গাছ থেকে পড়ে তার মৃত্যু হয়।স্থানীয়রা জানান হাসিবুল দুপুরের দিকে জ্বালানীর খড়ি সংগ্রহের জন্য বাড়ির অদূরে একটি কাঁঠাল গাছে উঠে। এসময় গাছের নিচে তার মা দাঁড়িয়ে ছিলেন। গাছ থেকে শুকনা খড়ি কাঁটার জ্ঞান হারিয়ে গাছ থেকে সে মাটিতে পড়ে গুরুতর ভাবে আহত হয়। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেনপারিবারিক সূত্র জানায়, হাসিবুল একজন মৃগি রােগী। সে গাছে উঠে খড়ি কাটছিল। এসময় তার মা গাছের নিচে দাঁড়িয়ে ছিলেন। হাসিবুল খড়ি কাটার এক পর্যায়ে গাছে থাকা অবস্থায় জ্ঞান হারিয়ে গাছ থেকে মাটিতে পড়ে গুরুতর ভাবে আহত হয়। এসময় তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘােষণা করেন। গাংনী থানার ওসি আব্দুর রাজ্জাক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।