মেহেরপুরের গাংনীতে ঘরু বোঝায় ট্রলি উল্টে মোতাহার আলী(৬০) নামের একজন নিহত হয়েছে। আজ (১৯ ডিসেম্বর) বিকেলে কামারখালী সিন্দুরকোটা বাজারে এ ঘটনা ঘটে। নিহত মোতাহার আলী ঝিনাইদাহ জেলার হরিণাকুন্ডু বাজার পাড়ার শাহাদত আলীর ছেলে। এ সময় আরও তিনজন আহত হয়েছে।
আহতরা হলেন, হরিণাকুন্ডু উপজেলার আব্দুর রহিমের ছেলে সোহরাব হোসেন(৫০) মেহেরপুরের নিত্যানন্দপুর গ্রামের তোফাজ্জেল হোসেনের ছেলে মনোয়ার হোসেন, আফছার আলীর ছেলে আতিয়ার রহমান(৫৫) আহতদের উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে স্থানীয় বামন্দী ফায়ার সার্ভিস এর একটি টিম।
বামুন্দী ফায়ার সার্ভিসের টিম লিডার ইসাহক আলী নিহত এবং আহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে জানান, স্থানীয়দের দেয়া সংবাদ এর ভিত্তিতে কামারখালী বাজার থেকে তিনজনকে আহত অবস্থায় উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিহত মোতাহার হোসেনের মরাদেহ উদ্ধার করা হয়েছে।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, ঘটনা জানতে পেরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
এ জাতীয় আরো খবর..